হাজার বছর পরে,
আবার আসিব ফিরে ।
তারা ও নক্ষত্রের দেশে নয়।
বাঁকুড়া জেলার
হদল নারায়ণ পুর গ্রামের
মাঠ-ঘাট সবুজের বন প্রান্তরে
কিম্বা শালী, বোদায় তীরে
খুঁজে পাব আমার শৈশবের
সেই সব স্মৃতি সুধা।
কুড়িয়ে কুড়িয়ে গাঁথিব মালা
ভরাবো এ জীবন।
দুচোখ ভরে দেখবো
অপরূপ কারুকার্য মন ভালা নো
ছোট ও বড়বাড়ির রাজপ্রাসাদ।
ব্যাকুলভাবে শুনবো
রাম পুরের গণিত আচার্য
শুভঙ্করের কথামৃত ।
সেই মেঠো সুর ,সেই লালধূলা
উদাস করা বাসুর বাউল।
পরিবেশ মাতিয়ে দেয় মধুরতার ছোঁয়া ।
বারে বারে বলে তুমি এসো ফিরে ,
আমি মরেও মরতে চাই না জীবনে ।
ঊষা কলিটির মতো চোখ তুলে,
থাকবো জেগে মানুষের মনে।
আমি আসবো আবার ফিরে।
কাল কাল ধোঁয়ার বুক চিরে,
ঠিক সন্ধ্যা নামার পরে।
Tags:
বাংলা কবিতা
